আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ফোরাম-এশিয়া, এশিয়া মহাদেশে
মানবাধিকারকর্মীদের অধিকার লঙ্ঘনের চলমান প্রবণতা মোকাবিলার প্রয়োজনীয়তা এবং
মানুষের মানবাধিকারের সুরক্ষা ও পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষেত্রে
মানবাধিকারকর্মীদের গুরুতৃপূর্ণ ভূমিকাকে স্বীকার করে।
এই প্রেক্ষাপটে বিশ্বব্যাপী স্বীকৃত মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রসার ও সুরক্ষার
জন্য ব্যক্তি, গোষ্ঠী এবং সমাজের বিভিন্ন অংশের অধিকার ও দায়বদ্ধতা-সম্পর্কিত
ঘোষণাপত্র- যাকে সাধারণভাবে ‘মানবাধিকারকর্মী-সংক্রান্ত ঘোষণাপত্র’ বলা হয়- তার
ওপর ভিত্তি করে ফোরাম-এশিয়া ইংরেজি ভাষায় একটি পুস্তিকা তৈরি করেছে।
বাংলাদেশের মানবাধিকারকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের সুবিধার্থে এ পুস্তিকাটি বাংলা ভাষায়
প্রকাশ করা হলো |
এই পুস্তিকাটিতে মানবাধিকারকর্মীদের ভূমিকা ও অধিকার এবং সেই সঙ্গে তাদের প্রতি
অন্যদের দায়দায়িত্েের বিষয়ে গুরুত্ আরোপ করা হয়েছে এবং তাদের নিরাপত্তা জোরদার
করার জন্য ব্যবহারিক তথ্য প্রদান করা হয়েছে |